হিজলায় সুফিয়ান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় সুফিয়ান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি


হিজলা প্রতিনিধি:বরিশালের হিজলায় সুফিয়ান হত্যা মামলার বাদীকে পুলিশের হুমকি ও আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় উপজেলার মেমানিয়া ইউনিয়নের নিহত সুফিয়ানের চর দুর্গাপুর এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র ও সাধারণ মানুষের ঢল।নিহতর পরিবারের দাবি আসামিদের গ্রেপ্তার না করে পুলিশ উল্টো তাদেরকে বিভিন্নভাবে হুমকি প্রধান। এমনকি হত্যার সাত দিন অতিক্রম হলেও থানা পুলিশ কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।এছাড়াও আসামিরা নিহত সুফিয়ানের পরিবার কে নিয়মিত হুমকি দিয়ে আসছে।নিহত সুফিয়ানের মা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলি উদ্দিন তালুকদার সহ উপস্থিত সকলের দাবি অবিলম্বে আসামিদের গ্রেফতার সহ বিচারের দাবি জানান।

গত ২৪ জুলাই রাত আনুমানিক সাড়ে দশটার দিকে মেনিয়া ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামের জামাল সরদারের ছেলে সুফিয়ান সরদার কে স্থানীয় চিহ্নিত দূর্বৃত্তরা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয়।ওই ঘটনায় নিহত সুফিয়ানের বাবা বাদী হয়ে হিজলা থানায় একটি মামলা দায়ের করে।ঘটনার দিন স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশের সোপর্দ করে।কিন্তু মামলা পরবর্তী সাতদিন অতিক্রম হলেও অদ্যবধি কোন আসামি গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।হিজলা থানার অফিসার ইনচার্জ জুবাইর আহমেদ জানায় সুফিয়ান হত্যা মামলা আমলে নিয়ে আসামি গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এমন কি গ্রেপ্তারে জন্য কয়েকজন সোর্স নিয়োগ করা হয়েছে।

Top