নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বরগুনায় ৪০ জনকে গ্রেপ্তার - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বরগুনায় ৪০ জনকে গ্রেপ্তার


মনির হোসেন:চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বরগুনায় ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারের বিষয়টি বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা।

তিনি বলেন, দেশের সম্পদ নষ্ট করায় ও নাশকতার আশঙ্কায় বৃহস্পতিবার (২৫ জুলাই) পর্যন্ত বরগুনা জেলার ছয়টি উপজেলায় ৩৮ জন ও বামনা থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি নাশকতাকারীদের ধরতে অভিযান চলছে।

Top