পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ


মোহাম্মাদ সাকিব খাঁন :বরিশালে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের থেমে থেমে সংঘর্ষ হয়েছে। নগরীর নতুল্লাবাদ বাসটার্মিনাল এলাকা ও চৌমাথা এলাকায় দফায় দফায় পুলিশের সঙ্গে এ সংঘর্ষ ঘটনা ঘটে।বুধবার (১৭ জুলাই) দেড়টায় শুরু হওয়া এই সংঘর্ষ থেমে থেমে এখনো চলছে।শিক্ষার্থীরা বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

বিপরীতে পুলিশ কয়েক দফায় টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে।এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ারগ্যাস ব্যবহার করা হচ্ছে।

Top