কুয়াকাটায় ব্যতিক্রমী আয়োজন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীদের নিয়ে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় ব্যতিক্রমী আয়োজন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীদের নিয়ে


মনির হোসেন:সমাজে মানুষে মানুষে বৈষম্য কমাতে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় সৈকত পরিষ্কার,বিচ ম্যারাথন,শিশুদের কর্মশালাসহ ব্যতিক্রমী নানা কর্মসূচির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বৃহন্নলা’।সোমবার (১৫ জুলাই) দুপুরে পর্যটকদের মধ্যে সচেতনতা বাড়াতে সৈকতের জিরো পয়েন্টের এক কিলোমিটার এলাকাজুড়ে পড়ে থাকা ময়লা-অবর্জনা পরিষ্কার করেন তারা।এর আগে রোববার (১৪ জুলাই) বিকেলে তাদের নিয়ে ম্যারাথান অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের ৯ জনসহ বৃহন্নলার ২৫ সদস্য অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাদিকুল ইসলাম,ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ,শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের পরিচালক ইন্দ্র বংশ ভিক্ষু,কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আনু,সাধারণ সম্পাদক হোসাইন আমির প্রমুখ।আয়োজনে অংশ নেওয়া তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্য পিয়া বলেন,কুয়াকাটার মতো এত সুন্দর একটি জায়গায় সব শ্রেণির মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।এটা কী যে ভালো লাগার তা বলে শেষ করা যাবে না।তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বৃহন্নলার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাদিকুল ইসলাম বলেন,আমরা সবাই মানুষ হিসেবে এই সমাজে বসবাস করতে চাই।কে নারী, কে পুরুষ কিংবা কে তৃতীয় লিঙ্গেরএই পরিচয়ে কেউ যেন অধিকার থেকে বঞ্চিত না হয়।এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই আয়োজন।

লিঙ্গ বৈচিত্র্যময় মানুষদের নিয়ে গবেষণা করা ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক সহকারী অধ্যাপক আসিবুর রহমান বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যদি আমরা সবার সঙ্গে এগিয়ে নিতে চাই, তাহলে তাদের সঙ্গে নিয়ে কাজ করার বিকল্প নেই। এ কারণে সবার আগে পরিবার, সমাজ এবং সমাজ পরিবর্তনে যারা কাজ করেন তাদের এগিয়ে আসতে হবে। সেই জায়গা থেকে বৃহন্নলা যে কাজগুলো করছে সেগুলো সত্যিই প্রশংসার দাবিদার।

Top