প্রবাসীর কাছে চাঁদা না পেয়ে স্ত্রীকে শ্লীনতাহানিসহ নগদ টাকা,স্বর্ণ লুট, হামলা ভাংচুর
বরিশাল :বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের ডুবাই প্রবাসী মো:জাহাঙ্গীর হোসেন হাওলাদারের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে চাঁদার টাকা না দেওয়ায় প্রবাসীর বসতঘরে একদল সন্ত্রাসী চাঁদাবাজরা প্রবাসীর স্ত্রী রুমাকে শ্লীনতা হানিসহ নগদ টাকা,স্বর্ণ লুট, হামলা ভাংচুর চালায় পরে এলাকাবাসী এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে ঘটনা স্থান থেকে পালিয়ে যায় সন্ত্রাসী চাঁদাবাজরা।তারা হল হারিছ (৪০)ফরিদ(৪৫)পিতা মৃত আমির হাং ,পাবেল(২১)পিতা হারিছ,রাফি(২০)পিতা বাবুল ঘরামী,মুবিন(২১) পিতা আলী ,বাবুল ঘরামী(৪৫)পিতা কেরামত আলী ঘরামী,মাহফুজ হাং(২০),কাওছার(২৬),শাকিব(২১)সহ আরো ৭/৮ জন ছিল যাদের কে চিন্তে পারেনি কেউ ।এ ঘটনায় সোমবার (১৫ জুলাই ) সকালে প্রবাসীর স্ত্রী রুমা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত এক মাস পূর্বে দেশ আসেন। রায়পাশা কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের ডুবাই প্রবাসী মো:জাহাঙ্গীর হোসেন হাওলাদার।তার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদার টাকা না দেওয়ায় নগদ টাকাসহ স্বর্ণ লুট হামলা ভাংচুর ও প্রবাসীর স্ত্রী রুমাকে শ্লীনতা হানি এবং পরবর্তীতে যাওয়ার সময় গলায় থাকা ১ লক্ষ দশ হাজার টাকার চেইন ছিনিয়ে নিয়ে যায়।বাবার বসতভিটায় যে ঘর ছিল তা ভাংচুর করে পরে স্থানিয়রা চারোদিক থেকে এগিয়ে আসলে ঘটনা স্থান ত্যাগ করে দ্রুতগতিতে পালিয়ে যেতে সক্ষম হয় । যাবার সময় হত্যার হুমকির দিয়ে যায় সন্ত্রাসী চাঁদাবাজরা।প্রবাসী পরিবারটি চাঁদা ও হত্যার হুমকি পেয়ে জীবন রক্ষার জন্য নিজ বসতভিটা ছেড়ে অন্যত্র গিয়ে মানবেতর জীবন জাপন করছে।
অভিযোগের বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি বলেন, এই ধরনের একটা অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবো।