বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাবের বরিশাল জেলার কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাবের বরিশাল জেলার কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে


খবর বিজ্ঞপ্তি:বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাবের বরিশাল জেলার কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বরিশাল জাহানারা ইসরাইল স্কুল এ্যান্ড কলেজের হল রুমে ক্লাবের সদস্যদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চ্যানের আই
বরিশালের প্রতিনিধি ও প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী সাঈদ পান্থ। অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা কবি, লেখক ও শিক্ষাবিদ এসএম শেলী।উক্ত সভায় সর্বোসম্মতিতে সমাজসেবক ও সংগঠক মেয়র পতিœ লুনাআবদুল্লাহকে প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা কমিটিতে অন্যতম উপদেষ্টা হিসেবেনতুন করে অন্তভুক্ত করে অধ্যাপক মোঃ মফিজুর রহমানকে সভাপতি ও এলবার্ট রিপন বল্লভকে
সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট এক কার্যনির্বাহী পরিষদ গঠন করাহয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন,বরিশাল সরকারি পলিটেকনিকইনিস্টিটিউট এর মেকানিক্যাল বিভাগের প্রধান অমল কৃষ্ণ রায়,জে.আই.এস এর অধ্যক্ষসত্যজিত রায়,সিস্টারডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহফুজ খানমলিপি,বি.ডি.এস এর উপ-নির্বাহী পরিচালক জেমস পি বিশ^াস,অক্সফোর্ড মিশন হাইস্কুলের সিনিয়র শিক্ষিকা দিপালী বাইন। এছাড়াও কমিটিতে সহ সাধারন সম্পাদকহিসেবে রয়েছেন শিক্ষিকা সেলিনা আক্তার হেনা, সাংগঠনিক সম্পাদক আহসান মুরাদচৌধুরী,সহ সাংগঠনিক সম্পাদক দেবযানী দাস,অর্থ সম্পাদক তরুন কুমার দাসমুন্সি,সহ-অর্থ সম্পাদক রিচার্ড দিগন্ত ঘরামী,প্রচার ও প্রকাশনা সম্পাদক গৌরবকর্মকার,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রিগান বাড়ৈ,দপ্তর সম্পাদক সুকুমার মিত্র,সহদপ্তর সম্পাদক বিথিকা চ্যাটার্জী,নারী বিষয়ক সম্পাদক ডালিয়া পারভীন সাথী,সহ নারীবিষয়ক সম্পাদক- সেভাস্টিনা শাওলী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক শিক্ষিকাফ্লোরেন্স নাইটঙ্গেল চৌধুরী চুমকী, সহ সাহিত্য ও সংস্কৃতি বিষয় সম্পাদক শিক্ষিকালতা কর্মকার,স্বাস্থ্য ও ক্রীয়া বিষয় সম্পাদক নিলিমা জাহান,তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদকজহিরুল ইসলাম,সদস্য শিক্ষিকা ইস্টার আরিন্দা। ইতিমধ্যেই প্রকৃতি ও জীবন ক্লাববরিশালের সদস্যরা বরিশার বিশ^বিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও স্কুলে ব্যাপক পরিমানেগাছের চারা বিতরণ ও রোপণ করে সমগ্র বাংলাদেশের মধ্যে বৃক্ষরোপনে বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাব ১০ম স্থান অধিকার করে পুরস্কার প্রাপ্ত হয়ে সুনাম অর্জন করেছেন।

Top