সরকারি নিবন্ধন পেল বরিশালের আঞ্চলিক দৈনিক হিরন্ময় অনলাইন পোর্টাল - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি নিবন্ধন পেল বরিশালের আঞ্চলিক দৈনিক হিরন্ময় অনলাইন পোর্টাল


নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আঞ্চলিক দৈনিক হিরন্ময় পত্রিকাসহ ১৯টি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।মঙ্গলবার (২১ মে) দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার এই পোর্টালগুলো নির্বাচিত করে তথ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা,২০১৭ (সংশোধিত ২০২০) -এর ২.১.৬ অনুচ্ছেদ মোতাবেক ১৯টি পত্রিকার অনলাইন প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি প্রদান করা হলো।প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত ১৯টি পোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধও জানানো হয়েছে।

নিবন্ধনের অনুমতি পাওয়া ১৯টি পত্রিকার অনলাইলাইন পোর্টালগুলো-দৈনিক হিরন্ময়,দৈনিক ডেল্টা টাইমস,দৈনিক দেশ বর্তমান, সাপ্তাহিক রক্তিম সূর্য, সাপ্তাহিক ফ্রাইডে রিভিউ, সাপ্তাহিক অপরাধ সংবাদ, দৈনিক আজকের বাংলা, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক নিখাদ খবর, দৈনিক সাগরকূল, দৈনিক টেলিগ্রাম,দৈনিক সরোদ, ডেইলি প্রেজেন্ট টাইমস, দৈনিক ভোরের বাণী,দৈনিক বাংলাদেশ এক্সপ্রেস,দৈনিক রূপালী বাংলাদেশ,দৈনিক গণমানুষের আওয়াজ ও সাপ্তাহিক আমার গৌরব।

Top