আমতলী পৌর নির্বাচনে প্রতিক বরাদ্দ - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলী পৌর নির্বাচনে প্রতিক বরাদ্দ


মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:বরগুনা আমতলী পৌরসভার সাধারণ নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।আজ শুক্রবার সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে বরগুনা জেলা নির্বাচন অফিসার রিটানিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী এ প্রতিক বরাদ্দ দেন।

জানাগেছে,আমতলী পৌরসভা নির্বাচন আগামী ৯ মার্চ। শুক্রবার মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বরগুনা জেলা নির্বাচন অফিসার আব্দুল হাই আল হাদী এ প্রতিক বরাদ্দ দেন। এতে মেয়র পদে বর্তমান মেয়র মোঃ মতিয়ার রহমান (মোবাইল ফোন), সাবেক মেয়র নাজমুল আহসান খাঁন নান্নু (হ্যাঙ্গার), জিল্লুর রহমান (নারিকেল গাছ), নুসরাত জাহান (বরশি), জহিরুল ইসলাম খোকন (ক্যারাম বোর্ড),ইফতেকার হাসান (চামচ),আব্দুল্লাহ আল মামুন (কম্পিউটার), আবুল কালাম আজাদ (জগ) ও কামাল হোসেন (ইস্ত্রি) প্রতিক পেয়েছেন।বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বলেন, সঠিক প্রক্রিয়ায় মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।

Top