অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা অনুদান প্রদান
হিজলা প্রতিনিধি :বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া কেরামতিয়া রাবিয়া দাখিল মাদ্রাসার অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা অনুদান প্রদান, দাখিল পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন।
শনিবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম(লিটন) মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন হাওলাদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিকুর রহমান সিকদার, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।