টানা ৫ দিন বন্ধ থাকার পর আবারো চালু বেনাপোল এক্সপ্রেস ট্রেন - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

টানা ৫ দিন বন্ধ থাকার পর আবারো চালু বেনাপোল এক্সপ্রেস ট্রেন


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:টানা ৫ দিন বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন।বৃহস্পতিবার দুপুর ১টার সময় বেনাপোল রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।এর আগে রাজধানীর গোপীবাগে গত ৫ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার পর থেকে বন্ধ থাকে এ রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনটি। রাতেই ঢাকা থেকে বেনাপোলে আসার শিডিউল বাতিল করা হয়। বৃহস্পতিবার থেকে পূণরায় ট্রেনটি চালু করে রেল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, ৫ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারো বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছে। প্রথম দিনে বেনাপোল থেকে ১৪১জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ট্রেনটি।

Top