ভোটাররা যাচাই-বাছাই করে শেষমেশ নৌকায়ই ভোট দেবে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটাররা যাচাই-বাছাই করে শেষমেশ নৌকায়ই ভোট দেবে


নিজস্ব প্রতিবেদক:বরিশাল সদর ৫ আসনের নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, ভোটাররা যাচাই-বাছাই করে শেষমেশ নৌকায়ই ভোট দেবে। কিছু মানুষ সব সময়ই ষড়যন্ত্র করে থাকে। তাদের অবৈধ টাকা আছে। নির্বাচন এলেই টাকা ছড়িয়ে বিজয়ী হতে চায়। তাদের বলতে চাই, অবৈধ টাকা ছড়িয়ে নির্বাচনে বিজয়ী হওয়া যায় না। বরিশালের মানুষ বিগত বছরগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখে অবশ্যই নৌকা মার্কায় ভোট দিবে। প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় নগরীর সদরোড এলাকা থেকে শুরু করে পায়ে হেটে নেতাকর্মীদের সাথে নিয়ে জেলখানার মোড়, হাসপাতাল রোড, নতুন বাজার হয়ে বিএম কলেজ এর বিপরীতে ২০ নং ওয়ার্ডে নৌকা প্রতীকের নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে গণসংযোগ চলাকালে বক্তব্যে ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় মহানগর আওয়ামী লীগ এর সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এ্যাডঃ কেবিএস আহমেদ কবির, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড আফজালুল করীম, মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, কেন্দ্রীয় যুবলীগ সদস্য অসীম দেওয়ান, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ মঈন তুষার, মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়ন, প্রিন্স সরদার, আব্দুল আলিম সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার রাতে বরিশাল সিটির ২৪,২৫ ও ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দদের আয়োজিত জনসভায় উপস্থিত থেকে বর্তমান সরকারের নানামুখি উন্নয়ন মূলক কাজের দৃশ্যমান চিত্র তুলে ধরে নৌকায় ভোট চান তিনি। পরে বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান ও কুশল বিনিময় করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় তিনি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

Top