নৌকার বিরুদ্ধাচরণ করা জাহাঙ্গীর এর বহিষ্কারের দাবীতে উত্তাল বরিশাল - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নৌকার বিরুদ্ধাচরণ করা জাহাঙ্গীর এর বহিষ্কারের দাবীতে উত্তাল বরিশাল


বরিশাল:বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীরের অপসারণ চেয়ে বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মীরা। শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, একেএম জাহাঙ্গীর ২০১৮ সালের জাতীয় নির্বাচনকেও বিতর্কিত করেছেন। গেল সিটি নির্বাচনকেও বিতর্কিত করতে দলীয়শৃংখলা পরিপন্থি বক্তব্য দিয়েছেন। জাহাঙ্গীরের নেতৃত্বে মহানগর কমিটি থাকলে আসন্ন জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।অবিলম্বে মহানগর কমিটি ভেঙে সিটি মেয়র খোকন সেরনিয়াবাত এর নেতৃত্বে নতুন মহানগর কমিটি গঠনের দাবি জানান তিনি।মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আনিচ উদ্দিন শহীদ বলেন, জেলা পরিষদ চেয়ারম্যান হয়ে ছেলের বিয়েতে পরিষদ থেকে টাকা ব্যয় করেছেন একে এম জাহাঙ্গীর। তার মতো নৌকার বিরুদ্ধাচরণ ব্যক্তির হাতে মহানগর আওয়ামী লীগ নিরাপদ নয়।

মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, ১২ জুনের সিটি নির্বাচন হয়েছিল ইভিএম পদ্ধতিতে। সে নির্বাচন সম্পর্কে নগর সভাপতি জাহাঙ্গীর প্রশ্ন তুলেছেন। জাতীয় নির্বাচনেও প্রশাসন দিয়ে ব্যালট ভরার কথা বলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বরিশালের হাজার হাজার নেতাকর্মী জাহাঙ্গীরের অপসারণ ও মহানগর কমিটি ভেঙে দেওয়ার দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন।সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর আলীগের সাবেক সভাপতি রেজাউল হক হারুন, অ্যাডভোকেট লস্কর নুরুল হক, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম,যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, শ্রমিকলীগ নেতা শাজাহান হাওলাদার, কাউন্সিলর এনামুল হক বাহার, যুবলীগের কেন্দ্রীয় নেতা অসীম দেওয়ান, ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও মঈন তুষার প্রমুখ।বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। এসময় মিছিলে মহানগর সভাপতি জাহাঙ্গীরের অপসরণ দাবি করে শ্লোগান দেয় নেতাকর্মীরা। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

Top