সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে প্রার্থী হয়েছেন দুই হাজার ৭৪১ জন। বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৪টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়নি। বৃহস্পতিবার রাতে ইসির প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। চূড়ান্ত হিসাবে এ সংখ্যা কম-বেশি হতে পারে। এ নির্বাচনে কতজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার পরিসংখ্যান পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকাল ৪টায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। এদিনও সারা দেশে কয়েকশ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম রাতে বলেন, আমাদের প্রাথমিক তথ্যানুযায়ী ৩০টি দল প্রার্থী দিয়েছে। প্রার্থী হয়েছেন ২৭৪১ জন। তিনি জানান, মাঠপর্যায়ের তথ্য যাচাইয়ের পর প্রকৃত হিসাব পাওয়া যাবে। নির্বাচন কমিশনের এক সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তিতেও দল ও প্রার্থী সংখ্যার বিষয়ে একই রকম তথ্য উল্লেখ করা হয়েছে।সংশ্লিষ্টরা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার কম দল অংশ নেওয়ায় প্রার্থী সংখ্যা কমেছে। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯টি দল অংশ নিয়েছিল। তখন মনোনয়নপত্র দাখিল করেন তিন হাজার ৬৫ জন। ওই নির্বাচনের চেয়ে এবার ৩২৪ জন প্রার্থী কম দাঁড়িয়েছেন। এদিকে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি জানিয়েছে, জমা হওয়া মনোনয়নপত্র ১ থেকে ৪ ডিসেম্বর যাচাই-বাছাই করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা ৫-৯ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১০-১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাইয়ে অনেকের প্রার্থিতা বাতিল হয়। এছাড়া অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব দল প্রার্থী দিয়েছে তার মধ্যে রয়েছে-বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ন্যাশনাল পিপলস পার্টি, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলীগ লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

এর আগে ২৬টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার কথা নির্বাচন কমিশনকে জানিয়েছিল। তবে প্রার্থী দেওয়ার হিসাব অনুযায়ী, ৩০টি দল অংশ নিয়েছে বলে জানিয়েছে ইসি। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ছিল উৎসবমুখর। সকাল থেকেই এসব কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে ভিড় করেন প্রার্থীরা। এ সময় মিছিল ও গাড়িবহর নিয়ে এসে অনেকে আচরণবিধি ভঙ্গ করেছেন। এদিন আওয়ামী লীগের আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ড. শিরীন শারমিন চৌধুরী, টিপু মুনশি, মাহবুবউল আলম হানিফ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ সারা দেশে বিভিন্ন দলের কয়েকশ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় চারটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এ সময় প্রার্থীসহ কর্মকর্তাদের ভয়ে ছুটোছুটি করতে দেখা যায়।

বিকালে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ২৮ নভেম্বর থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত কমিশনার কার্যালয়ে ১১৯টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এতে আওয়ামী লীগ ১৩টি, জাতীয় পার্টি ১৭টি, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি ১২টি, জাকের পার্টি ৬টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ৩টি, জাতীয় পার্টি-জেপি ২টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ১২টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি ৬টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১টি, তৃণমূল বিএনপি ৭টি, বিকল্পধারা বাংলাদেশ ১টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ১টি, বাংলাদেশ কংগ্রেস ৬টি, বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) ২টি, ইসলামী ঐক্যজোট (আইওজে) ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি ৬টি, গণতন্ত্রী পার্টি ১টি, মুক্তিজোট ৪টি, গণফ্রন্ট ৩টি, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট ২টি ও স্বতন্ত্র ১৩টি মনোনয়নপত্র জমা দেয়।

এদিকে সকাল থেকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এদের মধ্যে ঢাকা-১০-এ আওয়ামী লীগের প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদ এবং ঢাকা-১৭-এ জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এছাড়া ঢাকা-১১-এ নৌকার প্রার্থী ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৮-এ হাবিব হাসান, ঢাকা-৭-এ হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম, ঢাকা-১৪-এ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা-১০-এ জাতীয় পার্টির মো. শাহাজাহান, ঢাকা-৬-এ জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর নায়ক ফেরদৌস বলেন, আজকে আমার জীবনে শ্রেষ্ঠ দিন। আজকে সেই কাঙ্ক্ষিত মনোনয়নপত্র জমা দিয়েছি।

এদিকে ঢাকা-৮ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী এম এ ইউসুফের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মহাসচিব তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে ৩০-৪০ জন কর্মী-সমর্থক মিছিল সহকারে আসেন। এ সময় তাদের হাতে ব্যানার ও পোস্টারও দেখা যায়।

ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
টাঙ্গাইল ও মধুপুর : টাঙ্গাইল-১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তারা বারবার ভুল করছে। তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে। আদালতে তারা অপরাধী। কাজেই তারা মনে করে নির্বাচন হওয়া উচিত নয়।

মাগুরা : মাগুরা-১-এ গতবার নির্বাচিত সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামানকে সঙ্গে নিয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান। পরে তিনি সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র জমা দেওয়া হলো। এরপর যাচাই বাছাই হলে দলীয় সভায় সবাইকে নিয়ে বসব। সেখানেই নির্ধারণ করা হবে কীভাবে নির্বাচনি কর্মকাণ্ড পরিচালিত হবে। তবে নিজ আসনের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে নিজস্ব কিছু ভাবনা রয়েছে সেগুলো ভবিষ্যতে সবাই দেখতে পাবে।

রংপুর : রংপুর-৬-এ (পীরগঞ্জ)-এ আওয়ামী লীগ প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। একই আসনে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির নুর আলম মিয়া যাদু। রংপুর-৩-এ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এস.এম ইয়াসির। একই আসনে জমা দেন আওয়ামী লীগের বাবু তুষার কান্তি মন্ডল। এছাড়া রংপুর-১-এ আওয়ামী লীগের রেজাউল করিম রাজু ও জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, রংপুর-২-এ আওয়ামী লীগের আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল, রংপুর-৫-এ আওয়ামী লীগের রাশেক রহমান ও জাতীয় পার্টির আনিছুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলার ৬টি আসনে মোট ৪৯ জন মনোনয়নপত্র জমা দেন।

কুষ্টিয়া : কুষ্টিয়া-৩ মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। কয়েক হাজার নেতাকর্মী নিয়ে হেঁটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সব রকম চেষ্টার পরও যদি কোনো দল নির্বাচনে না আসে তবে এই নির্বাচন পক্ষপাতমূলক বলা যাবে না।

রাজশাহী : রাজশাহী বিভাগের ৩৯ আসনে মোট ৩৬৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কাউনিয়া ও পীরগাছা (রংপুর) : রংপুর-৪ (কাউনিয়া ও পীরগাছা)-এ নৌকার প্রার্থী বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তিনি বলেন, আশা করি দলের সবাই বিভেদ ভুলে একত্র হয়ে নৌকা মার্কাকে বিজয়ী করে এই আসনটা প্রধানমন্ত্রীকে উপহার দেবে। একই আসনে জাতীয় পার্টির যুগ্মমহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল মনোনয়নপত্র জমা দেন।

ভোলা : ভোলা-১-এ মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। পরে তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হতে যাচ্ছে।
নলছিটি (ঝালকাঠি) : ঝালকাঠি-২-এ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুর ১২টায় সহকারী রিটার্নিং অফিসার ও নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন এ প্রবীণ নেতা।

গোলাপগঞ্জ (সিলেট) : তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী সিলেট-৬ (গোলাপগঞ্জ বিয়ানীবাজার)-এ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, আমাদের প্রত্যাশা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী)-এ মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আমাদের বিজয় নিশ্চিত।

চট্টগ্রাম : চট্টগ্রাম-১২ (পটিয়া)-এ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন হুইপ সামশুল হক চৌধুরী।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল বাসার মুহাম্মদ ফখরুজ্জামান মনোনয়নপত্র গ্রহণ শেষে তার হাতে তুলে দেন আচরণবিধিসংক্রান্ত বুকলেট। তিনি নির্বাচনি আচারণবিধি মেনে চলার অনুরোধ করেন হুইপকে। এ সময় হুইপ বলেন, আমি নির্বাচন করে পরপর তিন মেয়াদে এমপি হয়েছি। আচরণবিধি সম্পর্কে অবগত। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি)-এ মনোনয়নপত্র জমা দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী পাঁচজনের স্থলে ২০ জন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে যান। জেলার ১২টি আসনে মোট ৬৮ জন মনোনয়নপত্র জমা দেন।

নরসিংদী ও মনোহরদী : দুপুরে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে নরসিংদী-৪-এ মনোনয়নপত্র জমা দিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য নৌকার বিকল্প নাই। নরসিংদী-১-এ মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম হিরু বীর প্রতীক। নরসিংদী-৫-এ জমা দিয়েছেন রাজিউদ্দিন আহমেদ রাজু।

বরিশাল : বরিশাল-৫-এ সাবেক সিটি মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল-৫ ও বরিশাল-২ থেকে জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, বরিশাল-২ ও বরিশাল-৩ থেকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন, বরিশাল-২ থেকে তৃণমূল বিএনপির শাজাহান সিরাজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলায় ৬ আসনে মোট ৫৪ প্রার্থী জমা দেন।

সিলেট : জেলায় ৬টি আসনে ৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ময়মনসিংহ : জেলায় ১১টি আসনে ১০৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুমিল্লা : জেলায় ১১টি আসনে ১০৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোনাগাজী (ফেনী) : ফেনী-৩-এ মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। পরে তিনি সাংবাদিকদের বলেন, গত পাঁচ বছর আমার সংসদীয় আসনে অনেক উন্নয়ন করেছি, জনসাধারণ আমাকে আবারও চায়।

ভেড়ামারা (কুষ্টিয়া) : কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির শহীদুল ইসলাম ফারুকী, বিএনএফ প্রার্থী আরিফুর রহমানসহ ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

ফরিদপুর ও ভাঙ্গা : ফরিদপুর-৪-এ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)-এ জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Top