বন্দর এলাকায় এক ব্যবসায়ীকে পথরোধ করে হামলায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক:বরিশালের বন্দর থানা এলাকার চাদপুরা ইউনিয়নের হিজালতলা গ্রামের মৌলবিরহাট বাজারের ঔষদ ব্যবসায়ীর উপর হামলার ঘটনা সংঘঠিত হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেননি। অভিযুক্তদের ভয়ে ব্যবসায়ী প্রায় গ্রাম ছারা হয়েছে। জানা গেছে, চলতি মাসের ১১/১১/২৩ ইং তারিখের রাত ৯ টার দিকে ব্যবসায়ী কে এম খালেদ মোহাম্মদ জায়েদী তার ঔষদের দোকান বন্ধ করে বসত বাড়িতে যাওয়ার পথে ওৎ পেতে থাকা অভিযুক্ত মোঃ সোহাগ, আলআমিন খান,বাবুক,কামাল সহ ৩/৪ সাঙ্গপাঙ্গ মিলিয়া উক্ত হামলা চালায়।
এতে ঐ ব্যবসায়ী গুরুতর আহত হয়। এবং তাঁর কাছ থেকে ৫০,০০০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে জানায় , বিভিন্ন সময়ে তাঁর কাছে অবৈধ চাঁদা দাবি করেন অভিযুক্তরা, এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী