হিজলায় পল্লী সঞ্চয় ব্যাংকের দুনীতি অনিয়ম - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় পল্লী সঞ্চয় ব্যাংকের দুনীতি অনিয়ম


প্রতিনিধি হিজলা : হিজলায় পল্লী সঞ্চয় ব্যাংকের দুনীতি অনিয়মের অভিযোগ উঠেছে শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগিরা লিখিত অভিযোগ দায়ের করেছেন কেন্দ্রী ব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক ঢাকা বরাবরে।সেপ্টেম্বর/২০২৩ খ্রি: এ ধরণের একটি অভিযোগ করলেও তার প্রতিকার পাননি ভুক্তভোগি নেছার উদ্দিন, কবির হাজারী,আবু হানিফ, ইউসুফ সরদার, কাজী রিপন, নান্নু বেপারী, জিহাদ হোসেন রাজি, মাইনুল হাসান, আলী হোসেন, মজিদ হাওলাদার সহ বেশ কিছু সমিতির সভাপতি, সম্পাদক সহ সাধারণ সদস্য।তাদের দাবি ম্যানেজার নিজ ক্ষমতা বলে তাদের সমিতির সম্মানী ভাতা, ঋৃন ফাইল আটকে অতিরিক্ত টাকা আদায়,সমিতির সদস্যদের সাথে অসাদাচরণ সহ নানাবিধ অপরাধের সাথে জড়িত এ কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন ।কবির হাজারি অভিযোগ করে বলেন, তিনি মাসকাটা গ্রাম উন্নয়ন সমিতির সদস্য। তিনি পল্লী সঞ্চয় ব্যাংক থেকে টাকা না তুললেও তার নামে ৭০০০/- টাকা লোন দেখানো হয়েছে। উক্ত লোন তিনি গ্রহন করেননি মর্মে ২০২২ সালের অডিট টিমের সামনেও তার বক্তব্য নেয়া হয়েছে। সেখানেও তাকে দায়মুক্তি করে টিম সদস্যরা। এর পরেও জসিম উদ্দিন পেশি শক্তি খাটিয়ে তার উপর প্রভাব বিস্তার করে আসছেন।

অপর সদস্য আবু হানিফ জানান, তিনি মাসকাটা গ্রামউন্নয়ন সমিতির সদস্য। তিনি সমিতি থেকে ২০১২ সালে সমিতি ৭০০০/- টাকা ঋৃন গ্রহণ করেন। পরবর্তীতে লভ্যাংশ সহ উল্লেখিত ঋৃন পরিশোধ করেন। পরবর্তীতে তার নাম সমিতি থেকে কর্তন করে পার্শ্ববর্তী নরসিংহপুর গ্রাম উন্নয়ন সমিতিতে নাম দেখিয়ে ১৫০০০/- টাকা উত্তোলন পূর্বক সম্পূর্ন টাকা আত্মসাত করে কর্তৃপক্ষ। অথচ তিনি নিজেই জানে না।এ ব্যপারে হিজলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন এর সাথে যোগাযোগ করলে তিনি ব্যাপারটি এরিয়ে যান এবং বলেন এ সব তথ্য নিয়ে কি হবে, এক সময় আমার বিরুদ্ধে প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় নিউজ হয়েছিল তাতে আমার কিছুই হয় নাই।

Top