বেনাপোল বন্দরে ব্যাটারী চোর চক্রের মূল হোতা মামুন গ্রেফতার - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল বন্দরে ব্যাটারী চোর চক্রের মূল হোতা মামুন গ্রেফতার


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল বন্দরে ব্যাটারী চোর চক্রের মূল হোতা মামুন(৩২) কে গ্রেফতার করেছে বন্দরে দ্বায়িত্বরত আনসার ভিডিপি সদস্যরা।সোমবার ১৪ আগষ্ট সকাল ৯.০০ টার দিকে গোপণ সংবাদ এর ভিত্তিতে, শার্শা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল এর তত্ত্বাবধানে বন্দরের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) শামসুল হকের নেতৃত্বে আনসারের একটি টহল দল, বেনাপোল বন্দর বাসটার্মিনাল থেকে বাসের ব্যাটারী চুরির সময় ব্যাটারী খোলার যন্ত্রাংশ সহ মামুন কে গ্রেফতার করে।চোর চক্রের হোতা বেনাপোল পোর্টথানাধীন ছোট আঁচড়া গ্রামের সুমন হোসেন ছেলে মামুন।

আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল রাসেল বলেন, বন্দরে চুরি সংঘটিত নিয়ন্ত্রণে আনতে বেনাপোল বন্দর এলাকা জুড়ে আনসার সদস্যদেরকে টহল জোরদার রাখতে কড়া নির্দেশনা দিয়েছি,যার ফলশ্রুতিতে দীর্ঘদিন আমাদের টার্গেটে থাকা চোর চক্রের মূল হোতা মামুনকে ব্যাটারী খোলার যন্ত্রাংশ সহ হাতে-নাতে ধরতে পারি।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামুন কে স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, আটককৃত যন্ত্রাংশের আনুমানিক মূল্য ২০.০০০(কুড়ি হাজার টাকা)।

Top