বেনাপোল সীমান্তে তিন কোটি টাকার ৩০টি স্বর্ণের বার উদ্ধার - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে তিন কোটি টাকার ৩০টি স্বর্ণের বার উদ্ধার


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৩০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে বেনাপোল দৌলতপুর সীমান্তের চারা বটতলা নামক স্থান থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা।

খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুইজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিলে তারা মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে ওই মোটরসাইকেলে থাকা একটি গামছা পাওয়া যায়। গামছায় মোড়ানো অবস্থায় সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস সোনার বার পাওয়া যায়।জব্দকৃত সোনার বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Top