বেনাপোল পৌরসভা নির্বাচনে ৭৪ জনের মনোনয়ন দাখিল - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল পৌরসভা নির্বাচনে ৭৪ জনের মনোনয়ন দাখিল


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: আগামী ১৭ জুলাই আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে রবিবার (১৮ জুন) বিকাল ৪ টা পর্যন্ত ছিলো মনোনয়ন দাখিলের শেষ দিন। দিন শেষে ৪ জন মেয়র প্রার্থী, ১৭ জন সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন মনোনয়ন দাখিল করেছেন।মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, মফিজুর রহমান সজন, ফারুক হোসেন ও মাসুদুর রহমান মিলন।

অন্যদিকে ০১ নং মহিলা আসনে কাউন্সিলর পদে ০৫ জন, ২ নং সংরক্ষিত আসনে ০৯ জন, ০৩ সংরক্ষিত আসনে ০৩ জন এবং পুরুষ ০১ নং সাধারণ আসনে ০৩ জন, ০২ নং সাধারণ আসনে ০৫ জন, ০৩ নং সাধারণ আসনে ০৭ জন, ০৪ নং সাধারণ আসনে ০৬ জন, ০৫ নং সাধারণ আসনে ০৬ জন, ০৬ নং সাধারণ আসনে ০৬ জন, ০৭ নং সাধারণ আসনে ০৬ জন, ০৮ নং সাধারণ আসনে ০৮ জন এবং ০৯ নং সাধারণ আসনে ০৬ জন সহ ৭৪ জন মনোনয়ন দাখিল করেছেন।

শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাংবাদিকদের জানান, আগামী ১৭ জুলাই বেনাপোল পৌরসভা নির্বাচন উপলক্ষে ৪ জন মেয়র প্রার্থী, ১৭ জন সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন সহ মোট ৭৪ জন মনোনয়ন দাখিল করেছেন। আগামী ২৫ জুনের মধ্যে প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ১৯ জুন সোমবার প্রার্থীতা যাচাই বাছাই চলবে।

Top