বরিশাল সিটি নির্বাচনে এনপিপি অংশগ্রহণ করিবেনা - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সিটি নির্বাচনে এনপিপি অংশগ্রহণ করিবেনা


বরিশাল:ন্যাশনাল পিপলস্ পার্টি এনপিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিলুর ৬মে ২০২৩ ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর এর উদ্যোগে দলীয় কার্যালয় দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগর সভাপতি এ বি এম মাসুদ করিম। বরিশাল মহানগর সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির সঞ্চালনায় সভাপতি এর বক্তব্যে এ বি এম মাসুদ করিম বলেন বরিশাল সিটি নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি কোন প্রার্থী দেবেন না কারণ, কয়েকটি উপ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি কোন নির্বাচনী জাতির কাছে গ্রহণযোগ্যতা পায়নি। নৌকার মনোনীত প্রার্থী বরিশালের সিটি মেয়র হবেন এটাই চুড়ান্ত। আমাদের নির্বাচনে অংশগ্রহণ করা আর সাতার না জেনে নদীতে ঝাঁপ দেয়ার সমান।তাই বরিশাল সিটি মেয়র নির্বাচন থেকে ন্যাশনাল পিপলস্ পার্টি এনপিপি সরে দারাল।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা সভাপতি ডাক্তার শামীমা নাসরিন এনপিপি বরিশাল জেলা সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ডাক্তার হুমায়ুন কবির, বরিশাল মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ, জেলা সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী সুজন, মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন চৌধুরী, মোহাম্মদ রিয়াজ হোসেন,খাজা একরামুল হক পিকু, মহানগর দপ্তর সম্পাদক মোহাম্মদ খোকন হাওলাদার জেলা দপ্তর সম্পাদক মোঃ লিটন প্রমুখ।দোয়া মোনাজাত পরিচালনা করেন মহানগর ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল।

Top