গুঠিয়ায় সম্পত্তির লোভে সৎ মাকে পিটিয়ে জখম - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গুঠিয়ায় সম্পত্তির লোভে সৎ মাকে পিটিয়ে জখম


স্টাফ রিপোর্টার: বরিশাল উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের শংকরপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে রোকেয়া বেগম নামে এক বয়স্ক নারীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ নাসির হাওলাদার, হানিফ হাওলাদার, রিফাত হাওলাদারসহ সঙ্গ পাঙ্গরা।বুধবার (২৬ এপ্রিল) সকাল ৮ টায় শংকরপুর গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, আমার দেবর নাসির সৎ দুই ছেলে হানিফ, রিফাত মিলে আমাকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দেয় এবং জবর দখলের পায়তারা চালায় এতে আমি বাধা দিলে আমাকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। আমার জামাই খবর পেয়ে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় উজিরপুর মডেল থানায় নির্যাতিতার স্বামী একটি সাধারন করেন । যাহার নং ১৩৪৮।

Top