হিজলায় উৎসব মুখর পরিবেশে মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী পালন - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় উৎসব মুখর পরিবেশে মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী পালন


কাজী মহসিন হিজলা প্রতিনিধিঃ বর্ণাঢ্য ও উৎসব মুখর পরিবেশে বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী।হিজলা প্রেসক্লাব সভাকক্ষে ১৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে মানবজমিন পত্রিকার হিজলা প্রতিনিধি কাজী মহাসিন এর আয়োজনে রজতজয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গাফফার,সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলী আহমেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন হাওলাদার, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, হিজলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোঃ নুরনবী, তালুকদার মামুন, সদস্য সচিব মোস্তফা কামাল সাদ্দাম, সদস্য কাজী আঃ ওয়াহেদ, মোঃ মনির মল্লিক, মোঃ ইয়ামিন মোল্লা, মোঃ মাসুদ আহমেদ, রহমতউল্লাহ পলাশ, কাজী শাহে আলম, রিনা সিকদার, মোঃ বরকত উল্লাহ প্রমুখ। আলোচনাসভার শেষে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Top