পিরোজপুর জেলা আ.লীগ সম্পাদকের মৃত্যু আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপির শোক - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুর জেলা আ.লীগ সম্পাদকের মৃত্যু আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপির শোক


নিজস্ব প্রতিবেদক :পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। প্রবীণ এই নেতার আকস্মীক মৃত্যুতে পরিবার, প্রতিবেশী এবং রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল হাসানাত আবদুল্লাহ- এমপি। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Top