বরিশাল আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি
নিজস্ব প্রতিবেদকঃআগামীকাল বৃহস্পতিবার ০৮ ডিসেম্বর ঢাকা হতে বরিশাল আসবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।তিনি ০৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় বরিশাল বিমান বন্দরে এসে পৌছে বিকাল ৫ টা ৪০ মিনিটে পানি উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজে উপস্থিত হয়ে স্থানীয় ভাবে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করবেন।
এরপরের দিন ৯ ডিসেম্বর শুক্রবার সকালে স্থানীয় ভাবে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং বিকেল ঢাকার উদ্দেশ্য করে রওনা করে যাবেন।