খিদমাতুল মাদীনা হিফজুল কুরআন মাদ্রাসায় “হিফজ সবক” অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

খিদমাতুল মাদীনা হিফজুল কুরআন মাদ্রাসায় “হিফজ সবক” অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক : খিদমাতুল মাদীনা হিফজুল কুরআন মাদ্রাসারহিফজ সবক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর-২০২২) বিকেল ৩ টায় বরিশাল নগরীর রুপাতলী হাউজিংস্থ নিজপ্রতিষ্টানে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার উপদেষ্টা ও রুপাতলী হাউজিংকামিটির সভাপতি মো: আবুল হোসেন’র সভাপতিত্বে নুরানী শেষ করা২০জন ছাত্রকে হিফজ সবক প্রদান করেন কালুশাহ জামে মসজিদের ইমামও খতিব হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান নুরানী। উদ্বোধনী বক্তব্য পেশ
করেন খিদমাতুল মাদীনা হিফজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজমাও. কারী মুহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যরাখেন, আলহাজ¦ মাও. নুরুল হক কাঠালিয়া, সাগরদী ইসলামিয়া কামিল

মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম মাদানি,বরিশাল জিলাস্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম,দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক এস এম রফিকুল ইসলাম,বরিশাল সাংবাদিক নির্যাতনপ্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাসুদ রানা,সাংবাদিক বেল্লাল হোসেন প্রমুখ। প্রকাশ থাকে,হিফজ সবক শেষে নাজেরা ও হিফজ বিভাগের বার্ষিক পরিক্ষার সর্বোচ্চ নাম্বারধারী ৬জন ছাত্রের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Top