মুলাদীতে মনির হত্যা মামলার পাঁচ মাস পর মূল হোতা সিআইডির হাতে গ্রেফতার -২ - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মুলাদীতে মনির হত্যা মামলার পাঁচ মাস পর মূল হোতা সিআইডির হাতে গ্রেফতার -২


বরিশালের মুলাদীতে মনির হাওলাদার (৩২) নামের এক যুবককে চোখ উৎপাটনের পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার ঘটনায় ১১ জনকে আসামি করে মুলাদী থানা একটি মামলা করা হয় থানার মামলা নং-৮ / জিআর মামলা নং- ৪৪/২২ইং। হত্যার ঘটনার মূল আসামি গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। মনির হত্যা মামলার দীর্ঘ পাঁচ মাস পর মূল হোতা সিআইডির হাতে গ্রেফতার -২। সূত্রে জানা যায়, মনির হত্যার ঘটনায় মামলা হওয়ার পরপর সত্য ঘটনা উন্মোচন করতে পুলিশের ঊর্ধ্বতনীয় কার্যালয় থেকে গোয়েন্দা শাখা বরিশাল সিআইডি”র এসপিকে নির্দেশনা দিয়েছেন নির্দেশনা পাওয়ার পর পর থেকেই মামলাটি সিআইডি হাতে তদন্ত চলমান সিআইডির চৌকস অফিসার মোঃ রুহুল আমিন মনির হত্যা মামলার সত্য ঘটনা উদঘাটন বের করার জন্য এজাহার বহির্গত দুইজন আসামীকে গত রবিবার ৬ নভেম্বর আলাদা আলাদা জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী হল, রাজিব হাওলাদার ও শাজাহান বেপারী। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের সাদেক খান গ্রামের, বাসিন্দা মোশারফ হাওলাদার ছেলে রাজিব হাওলাদার ও মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চর- কমিশনার গ্রামের বাসিন্দা মৃত- কদম আলী বেপারীর ছেলে শাজাহান বেপারী গত ৬ই নভেম্বর ২০২২ইং রোজ রবিবার রাজীব হাওলাদারকে সকাল ১১:১৫ মিনিট সময় গ্রেফতার করা হয় মীরগঞ্জ খেয়াঘাট থেকে এবং শাজাহান বেপারীকে বিকাল ০৪:১৫ মিনিট সময় গ্রেফতার করা হয় বরিশাল সদর রোড থেকে। গ্রেপ্তারের বিষয়ে সিআইডি অফিসার রুহুল আমিনের সাথে কথা জানতে চাইলে তিনি বলেন মামলার তদন্ত স্বার্থে সত্য ঘটনা বের করার আমার কাজ এজাহারে বাহিরে দুইজন আসামীর প্রতি সন্দেহ হয় তাই তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে ও জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত আগামী ১৩ই নভেম্বর ২০২২ইংতারিখ রিমান্ড শুনানি জন্য ধার্য রাখছেন। আরো বলেন আমি মুলাদী মনির হত‍্যা সত্যতা বের করার তদন্ত করে আসছি আমি এই মামলা সত্য ঘটনায় উদঘাটন করব এবং এই মামলার যারা নিরপরাধী তাদেরকে মামলা থেকে ছাড় দেওয়া হবে। যারা মামলার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে । অপদিকে এবছরের মে মাসে হত্যার ঘটনা মনির হত্যার মামলার বাদী পারভেজ থানায় মামলা ও গণমাধ্যমকে জানান,মুলাদীতে যুবককে চোখ উৎপাটন ও গলা কেটে হত্যা, মঙ্গলবার (২৪ মে) সকালে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের একটি মাছের ঘেরের পাশ থেকে মনিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

নিহত মনির হোসেন চরকমিশনার গ্রামের ছালাম হাওলাদারের ছেলে। আটকরা হলেন- একই গ্রামের জামাল মৃধা ।নিহত মনিরের ছোট ভাই পারভেল হোসেন বলেন, ‘চরকমিশনার এলাকার ব্যবসায়ী কামাল সরদারের গরুর খামারে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন বড় ভাই। কাজের সুবাদে বেশ কয়েক মাসের বেতন বকেয়া পড়েছিল। বেতন না দেওয়ায় কয়েক মাস আগে ভাই কাজ ছেড়ে দেন। বকেয়া টাকা না দিয়ে কামাল হোসেন ভাইকে ঘুরাচ্ছিলেন।পারভেল হোসেন আরও বলেন, ‘সোমবার রাতে সাড়ে ৯টার পর থেকে ভাই মনির নিখোঁজ ছিল। সকালে কামাল হোসেনের বাড়ির কিছুটা দূরে একটি মাছের ঘেরের পাশ থেকে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ভাইয়ের বাম চোখটি উপড়ে ফেলা হয়েছে। বুঝা যাচ্ছে তাকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে। আমাদের ধারণা বেতনের বকেয়া টাকা চাওয়ায় কামাল সরদার ও তার লোকজন বড়ভাইকে হত্যা করেছে।’ মনির হত্যা মামলাটি বরিশাল সি আই ডি কার্যালয় তদন্ত রয়েছে।

Top