জেল হত্যা দিবস উপলক্ষে বরিশাল মহানগর যুবলীগ এর আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জেল হত্যা দিবস উপলক্ষে বরিশাল মহানগর যুবলীগ এর আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃবরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার আসর বাদ নগরীর বিআইপি কলোনির পানি উন্নয়ন বোর্ডের পরিদর্শন বাংলো প্রাঙ্গণের শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর শাখার আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন সহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দরা।বক্তব্যে বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন বলেন দলের দুঃসময় থেকে শুরু করে দলীয় সকল কর্মসূচীতে বরিশাল মহানগর যুবলীগ এর নেতাকর্মীরা রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজপথে ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।সভায় উপস্থিত সকল বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর নেতৃবৃন্দ ও সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে করে দেশের চলমান উন্নয়ন বন্ধ করতে কাজ করা সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাও বলেন।গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক নিজামুল ইসলাম নিজাম।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

এছাড়া আলোচনা সভা ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক কমিটির সদস্য মো.মারফ আহমেদ হীরা,সৈয়দ মেহেদী হাসান রোমান,সেন্টু,মানিক,বাবুল সহ জেলা আওয়ামী যুবলীগ এর সমাজ কল্যান সম্পাদক সাইফুল্লাহ খান লাবু, মহানগরীর প্রায় সকল ওয়ার্ড যুবলীগ এর সভাপতি /সম্পাদক,নেতাকর্মী সহ ১৬ নং ওয়ার্ড যুবলীগ এর রাফি জুয়েল,বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা মাহিদুর রহমান মাহাদ সহ বরিশাল সিটি কর্পোরেশন এর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দরা।

Top