শার্শায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি :জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে যশোরের শার্শায় র্যালি ও সমাবেশ করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে শনিবার সকালে নাভারণ হাইওয়ে থানা পুলিশের আয়োজনে এই র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিটি নাভারণ সাতক্ষীরা মোড় হতে শুরু করে যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।এসময় হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।