হিজলায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা ও পুলিশ সহ আহত ৫ আটক ৯ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা ও পুলিশ সহ আহত ৫ আটক ৯


হিজলা প্রতিনিধি ঃবরিশালের হিজলা ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ শিকার, মজুদ ও বেচা-কেনা নিষেধাজ্ঞা অমান্য করে হিজলা মেঘনা নদীতে বিভিন্ন এলাকায় ইলিশ শিকার অব্যাহত রেখেছে সংঘবদ্ধ জেলেরা। কখনো কখনো এ সকল জেলেরা অভিযানকারী দলের উপর মারমুখী হয়ে উঠছে বলে অভিযোগ পাওয়া গেছে।আজ বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫ টার দিকে হিজলা উপজেলার মেমানীয়া ইউনিয়নের খালিশপুর এলাকায় মেঘনা ইলিশ শিকার বন্ধে অভিযান চালাতে গিয়ে জেলেদের প্রতিরোধের মুখে পড়ে জেলেদের হামলায় আহত হন উপজেলা মৎস্য কর্মকর্ত এম এম পারভেজ, হিজলা থানা পুলিশর এস আই মোঃ ফরিদ উদ্দিন পুলিশ সদস্য মাহফুজ, মৎস্য অফিস এস্টাব রাকিব, বারেক মোল্লা,সহ অভিযান থাকা সদস্য এবং হামলা ৯ জন কে আটক করে পুলিশ,
নাম প্রকাশ না করার শর্তে মৎস্য বিভাগের এক কর্মকর্তা জানান, এর আগেও মেঘনা নদী তে অভিযান চালাতে গিয়ে সংঘবদ্ধ জেলেদের রোষানলে পড়েন তিনি। এক জেলে নাম প্রকাশ অনিচ্ছুক বলেন স্বল্প ফোর্স নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা তো দুরের কথা বরং তাদের কাছে বিনয়ী হয়ে সেখান থেকে অভিযানকারী দল নিয়ে সসম্মানে ফিরে নিয়ে আসতে পারে কিনা বলা মুশকিল।আগামী ২৮ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ শিকার ও বেচা-কেনা সরকারী ভাবে নিষেধাজ্ঞা থাকলেও হিজলা উপজেলা, মেঘনা নদীতে মাছ শিকার অব্যাহত রেখেছে।

তবে এক্ষেত্রে তারা মেঘনা অপেক্ষাকৃত দুর্গম এলাকায় ইলিশ মাছ শিকার করছে। অভিযান দলকে এড়িয়ে যেতে তারা খালিশপুর ঘাট এলাকা এ ঘটনায় ঘটে এড়িয়ে নদীর প্রত্যন্ত চরাঞ্চলে গিয়ে মাছ শিকার করছে। শিকার করা মাছগুলো তারা কেউ কেউ গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে বিক্রি করছেন। আবার বিভিন্ন উপায় কেউ কেউ সংরক্ষণও করছেন।

Top