বেনাপোলে গাঁজাসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে গাঁজাসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে এক কেজি দুইশত গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী বাইজিদ হোসেনকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।সোমবার বেনাপোল পোর্ট থানাধীন শাখারীপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওয়ারেন্টভুক্ত আসামী বাইজিদ শাখারীপোতা গ্রামের নুর উদ্দীনের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ ওয়ারেন্টভুক্ত আসামী বাইজিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ২০১৯ (৩৬) এর ক’ ধারায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আজ দুপুরে আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Top