হিজলায় তিন মাদক বিক্রিতা আটক পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা
হিজলা প্রতিনিধি ঃ বরিশাল হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ের কাউরিয়া বাজারে পুলিশ হাত থেকে মাদক বিক্রিতা কে সিনিয়ে নেওয়ার চেষ্টায় কারেন কাউরিয়া বাজার তেলের ব্যাবসায়ী দলিল উদ্দিনের ছেলে মোঃ মাসুম সহ ২০/২৫ জন,গোপনে ধারনকৃত ভিডিওতে দেখা যায় মাসুমের নেতৃত্বে রাম্ব্বিকে ছিনিয়ে নেশার জন্য পুলিশের হাতহাতি হয় পরে স্থানীয় ইউপি সদস্য মাধ্যমে ইউনিয়ন পরিষদে আশ্রয় নেয়। সোমবার ৫ সেপ্টেম্বর দুপুর একটার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিল্লাল হোসেন ও এ এস আই সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি মটর সাইকেল তল্লাশি করে বিপুল পরিমাণে মাদক জব্দ করে গুয়াবারিয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের মোঃ হাশেম শেখের পুত্র রাব্বি ২২,কাউরিয়া বাজার তেলর ব্যাবসায়ী দলিল সরদারের ছেলে মাসুম ও শহিদ হাওলাদারের ছেলে রাব্বি কে আটক করে হিজলা থানা পুলিশ । এসময় আটক এর খবর পেয়ে রাব্বির বড় ভাই রাসেল তার বন্ধুবান্ধব নিয়ে পুলিশের গাড়ি থেকে তার ভাইকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পরে পুলিশ কোন উপায় না পেয়ে মাদক বিক্রেতা রাব্বিকে স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে গুয়াবাড়ী ইউনিয়ন পরিষদে নিয়ে হেফাজতে রাখে পরে হিজলা থানায় খবর দিলে অতিরিক্ত পুলিশ এনে থানায় নিয়ে যায়।
আটক কৃতরা হলো নরসিংহপুর গ্রামের দলিল সরদারের ছেলে মোঃ মাসুম পূর্ব কোড়ালিয়ার শহিদ হাওলাদার ছেলে মোঃ সাব্বি হাওলাদার (২০) নরহ সিংহপুর গ্রামের দলিলুর রহমানের ছেলে মোহাম্মদ মাসুম (১৭) হিজলা থানার অফিসার ইনচার্জ ইউনুস মিয়া ঘটনার সততা স্বীকার করে বলেন আটককৃতদের বিরুদ্ধে পুলিশের কাঁধে বাধা দেওয়ার কারণে আরো দুজনকে আটক করে থানা হাজতে নিয়ে এসেছি।