সন্ধান মেলেনি সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া ১৯ জেলের - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সন্ধান মেলেনি সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া ১৯ জেলের


মু এবি সিদ্দীক ভুঁইয়া :পাঁচ দিনেও সন্ধান মেলেনি সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া ১৯ জেলের। এ অবস্থায় আতংক-উৎকণ্ঠা বাড়ছে তাদের পরিবারের সদস্যদের মধ্যে।গত (১৭ আগস্ট) ঝড়ের কারণে সাগর উত্তাল হয়ে পড়া সেই রাত থেকেই এসব জেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের ট্রলার ডুবে গেছে নাকি নেটওয়ার্কের বাইরে রয়েছে তাও কারো জানা নেই। তবে তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড।বারেক মাঝি নামে নিখোঁজ এক জেলের ভাই মো. বাবুল বলেন, গত (১৭ আগস্ট) সকালে আমার ভাই বারেক মাঝি, আলাউদ্দিন মাঝি, আল-আমিনসহ ১৩ জন জেলে মিলে মাছ শিকারে সাগরে যায়। বৈরি আবহাওয়ার পর থেকেই তাদের কোনো খোঁজ পাচ্ছি না। মোবাইলেও তাদের পাওয় যাচ্ছে না। তারা জীবিত আছেন নাকি মারা গেছেন তাও জানা নেই। সরকারের কাছে অনুরোধ, যাতে আমার ভাইসহ জেলেদের খুঁজে পেতে সহযোগিতা করে।উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, দুই ট্রলারের ১৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ওবায়েদুল্লাহ বলেন, শুক্রবার রাতে ঝড়ের কবলে পড়ে ২০ থেকে ২৫টি ট্রলারের দুই শতাধিক জেলে নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে বেশিরভাগ জেলেকেই উদ্ধার করা হয়েছে। তবে এখনও ১৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

Top