কাউখালি উপজেলায় ২০২২ সালে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন নাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদ্রাসা
মু এবি সিদ্দীক ভুঁইয়া:পিরোজপুর জেলার কাউখালি উপজেলায় ২০২২ সালে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন নাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদ্রাসা।অত্র মাদ্রাসায় মোট শিক্ষার্থী ৬ শত ২৫ জন।শিক্ষক ২৩ জন,কর্মচারী ৭ জন।প্রায় ৭ একর জমির উপর প্রতিষ্ঠিত হাফিজি মাদ্রাসা সেখানে শিক্ষক ২ জন,ছাত্র ২ শত জন রয়েছেন । নুরানী মাদ্রাসা সেখানে শিক্ষক ৫ জন ছাত্র ৭০ জন ,মহিলা মাদ্রাসা সেখানে শিক্ষিকা ২ জন ছাত্রী ৬০ । এতিমখানায় এতিম রয়েছে ২ শত জন।২০১৬ সালেও কাউখালি উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল অত্র প্রতিষ্ঠানটি।
১৯৮৫ সালে নাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কাউখালী উপজেলার প্রত্যন্ত গ্রামে প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি অদ্যাবধি অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও দক্ষ পরিচালনা পর্যদের অক্লান্ত পরিশ্রমে পরিচালিত হয়ে আসছে।নদীর পাড়জুড়ে গড়ে ওঠা অত্র অঞ্চলের শিক্ষায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর হিসাবে কাজ করছে।
ম্যানেজিং কমিটির অদম্য মেধা ও পরিশ্রম দিয়ে গড়ে তোলা মনোরম পরিবেশে বর্তমানে ৬ শতাধিক শিক্ষার্থীর পাঠ দান চলছে মাদ্রাসাটিতে। শিক্ষক পরিষদও অত্যন্ত মেধাবী।
মফস্বলের এই মাদ্রাসাটি বোর্ড পরীক্ষার ফলাফলে ধারাবাহিক ধরে রেখেছে। উপজেলার নামিদামি সব মাদ্রাসাকে পেছনে ফেলে প্রতি বছর জে,ডি,সি ও দাখিল,আলিম,ফাজিল পরীক্ষায় ভাল ফল করে আসছে।
নাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পীরে কামেল হযরত মাওলানা আব্দুল মতিন বলেন, দক্ষ পরিচালনা পর্ষদ, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও এলাকার মানুষের অকুন্ঠ সহযোগিতায় আমরা এ ফলাফল করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন এই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জানান তার পরিচালনায় মাদ্রাসাটি আজ কাউখালীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে। আশা করি আগামীতে আমরা দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করতে পারবো।ক্রেস্ট তুলে দেন মাধ্যমিক শিক্ষা অফিসার।