পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর হিসাবে কাজ করছে মাষ্টারদা সূর্যসেন অনাথ শিশু সদন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর হিসাবে কাজ করছে মাষ্টারদা সূর্যসেন অনাথ শিশু সদন


এবি সিদ্দীক ভুঁইয়া:বরিশাল জেলার উজিরপুর উপজেলায় মালিকান্দা গ্রামে মাষ্টারদা সূর্যসেন অনাথ শিশু সদন।কারিগরি প্রশিক্ষন ও দুঃস্হ এতিম পুনর্বাসন কেন্দ্র। মাষ্টারদা সূর্যসেন অনাথ শিশু সদন এতিমখানায় এতিম রয়েছে ১শত ২০ জন।সরকারি শিশু সদন এতিম শিশুদের প্রতিপালন, প্রশিক্ষণ ও পুনর্বাসনের উদ্দেশ্যে ১৯৯৫ প্রতিষ্ঠানটি সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীনে সমাজসেবা অধিদফতরের আওতায় বরিশাল জেলার উজিরপুর উপজেলায় মাষ্টারদা সূর্যসেন অনাথ শিশু সদন বেসরকারি এতিমখানা চালু করা হয়।।

১৯৯৫ সালে মাষ্টারদা সূর্যসেন অনাথ শিশু সদন প্রতিষ্ঠা করেন। উজিরপুর উপজেলায় মালিকান্দা প্রত্যন্ত গ্রামে প্রতিষ্ঠার পর থেকে অনাথ শিশু সদনটি অদ্যাবধি অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও দক্ষ পরিচালনা পর্যদের অক্লান্ত পরিশ্রমে পরিচালিত হয়ে আসছে।খালের পাড়জুড়ে গড়ে ওঠা অত্র অঞ্চলের শিক্ষায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর হিসাবে কাজ করছে।

ম্যানেজিং কমিটির অদম্য মেধা ও পরিশ্রম দিয়ে গড়ে তোলা মনোরম পরিবেশে বর্তমানে একশতাধিক শিক্ষার্থীর পাঠ দান চলছে অনাথ শিশু সদনটিতে। শিক্ষক পরিষদও অত্যন্ত মেধাবী।মফস্বলের এই অনাথ শিশু সদনটিটি বোর্ড পরীক্ষার ফলাফলে ধারাবাহিক ধরে রেখেছে। উপজেলার নামিদামি সব এতিমখানা গুলোকে পেছনে ফেলে প্রতি বছর বোর্ড পরীক্ষার ফলাফলে ভাল ফল করে আসছেন অনাথ শিশু সদনটির শিশুরা।

মাষ্টারদা সূর্যসেন অনাথ শিশু সদন এর শিক্ষক জানান,বর্তমান সরকারের সমাজসেবা অধিদফতরের সহযোগিতা এবং দক্ষ পরিচালনা পর্ষদ, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও এলাকার মানুষের অকুন্ঠ সহযোগিতায় আমরা এ অনাথ শিশু সদনটির শিশুরা ভাল ফলাফল করতে সক্ষম হয়েছে।তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন।মাষ্টারদা সূর্যসেন অনাথ শিশু সদন এর প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার রায় জানান তার পরিচালনায় মাষ্টারদা সূর্যসেন অনাথ শিশু সদনটি আজ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় শ্রেষ্ঠ অনাথ শিশু সদন এর গৌরব অর্জন করেছে। আশা করি আগামীতে আমরা দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করতে পারবো।

Top