গৌরনদীতে বর পছন্দ না হওয়ায় বিয়ের একদিন আগে কনের আত্মহত্যা - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বর পছন্দ না হওয়ায় বিয়ের একদিন আগে কনের আত্মহত্যা


খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি :বর (পাত্র) পছন্দ না হওয়ায় পরিবারের সদস্যদের ওপর অভিমান করে বিয়ের একদিন আগে গলায় ফাঁস লাগিয়ে লিজা আক্তার (১৮) নামের এক যুবতী আত্মহত্যা করেছে। গতবুধবার সন্ধ্যায় (১৩ জুলাই) উপজেলার বার্থী ইউনিয়নের বেজগাতি গ্রামে এ ঘটনা ঘটে। লিজা ওই গ্রামের ফল ব্যবসায়ী আব্দুল হক সরদারের মেয়ে এবং বার্থী ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে লিজার বিয়ের দিন ধার্য্য করা ছিলো। অথচ ওইদিন সকালে পুলিশ তার (লিজা) লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। গৌরনদী মডেল থানার এসআই মো. শাহজাহান জানান, নিহত লিজা বেজগাতি গ্রামের আব্দুল হক সরদারের মেয়ে ও বার্থী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলো।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার লিজার বিয়ের দিন ধার্য্য ছিল কিন্তু পাত্র পছন্দ না হওয়ায় অভিভাবকের সাথে অভিমান করে বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় লিজা সবার অজান্তে বসত ঘরের নিজকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। মুমূর্ষ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা লিজাকে মৃত বলে ঘোষণা করেন।

Top