ইউপি সদস্যের উপর হামলায় আহত দুই
মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধিঃতালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ রাজু আহমেদ রিয়াজ(৩৫)এর উপর হামলা চালায় এতে ইউপি সদস্য সহ দুজন আহত হয়।বুধবার ১৩ই জুলাই রাত আট ঘটিকায় এ ঘটনা ঘটে ইউপি সদস্যের পার্শ্ববর্তী মোঃ আজিজুর রহমান গাজী(৬৮) এর ফলের বাগানে গরু ঢুকে তার বাগান নষ্ট করে।তাই তিনি গরুর মালিকদের গালাগালি করেন একপর্যায়ে আজিজুর রহমান গাজীর আপন ভাই মোঃ বাবুল গাজী (৬৫)ও তার ছেলে প্রিন্স ওরফে তারেক (২৫)পারভেজ হাসান (৩০) এবং তার স্ত্রী হ্যাপি বেগম(৫০) আজিজুলের উপর হামলা চালায়।
চলমান হামলা দেখে ইউপি সদস্য রাজু আহমেদ রিয়াজ এগিয়ে গেলে তার উপরেও হামলা চালায় এতে ইউপি সদস্য রাজু আহমেদ রিয়াজের হাত এবং মাথায় গুরুতর আঘাত লাগে গুরুতর অবস্থায় রাজু আহমেদ রিয়াজ ও আজিজুর রহমান গাজীকে প্রাথমিক চিকিৎসার জন্য তালতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্য ডাক্তার তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে আমতলী অথবা বরিশাল নিয়ে যেতে হবে।৭ নং সোনাকাটা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফরাজী মোহাম্মদ ইউনুস বলেন, ইউপি সদস্য রাজু আহমেদ রিয়াজের উপর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।তালতলা থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ইউপি সদস্যের উপর হামলার ঘটনা আমি শুনেছি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং রোগীর চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত সুষ্ঠু ব্যবস্থা নেয়া হবে।