হিজলায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিজ ও সার বিতরণ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিজ ও সার বিতরণ


হিজলা প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলায় বৃহস্পতিবার বিকাল চারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজের সভাপতিত্বে উপজেলা মাঠ প্রাঙ্গণ উপজেলা কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ খরিপ২ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ব্রীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়।প্রধান অতিথী হিসেবে উপস্থিত স্থানীয় সাংসদ সদস্য জনতা পঙ্কজ নাথ , প্রধান অতিথি পঙ্কজ নাথ এমপি তার বক্তব্যে বলেন বাংলাদেশে যখন সাত কোটি মানুষ ছিল তখন দেশে ক্ষুধার্ত এবং অভাব ছিল এখন বাংলাদেশে ১৮ কোটি মানুষ তারপরও জননেত্রী শেখ হাসিনার কর্ম দক্ষতার গুনে বাংলাদেশ আজ ক্ষুদা ও দারিদ্রমুক্ত।বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা সার এবং বিজ বিতরণ করছেন সেই বীজগুলো বছরের তিনবার উৎপাদন করা যায় উৎপাদন করে ফসল পাওয়া যায় ।সভার শুরুত শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আহসানুল হাবিব আল আজাদ জনি,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা নাজমা বেগম, গুয়াবাড়ায়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাজাহান তালুকদার, হিজলা গৌরবদি ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মিলন, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, উপজেলা প্রকৌশলী অফিসার সুকদেব বিশ্বাস ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ আল হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান শান্ত,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ,আরো উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Top