স্থানীয় শিল্প অনুরাগীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের ‘বাংলা’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

স্থানীয় শিল্প অনুরাগীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের ‘বাংলা’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন


সংবাদ:প্রদর্শনীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের অবদান তুলে ধরা হয়েছে । বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ব্রিটিশকাউন্সিল ও টাওয়ার হ্যামলেটস যৌথভাবে ‘বাংলা’ শীর্ষক এক প্রদর্শনীর আয়োজন করেছে।টাওয়ার হ্যামলেটস লাইব্রেরিজ অ্যান্ড আর্কাইভস, লন্ডনের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি,সিটিজেন রিসার্চারস (স্থানীয় কমিউনিটি’র সদস্যবৃন্দ) ও দ্য রেইনবো কালেক্টিভ এর সাথেযৌথভাবে সম্প্রতি ঢাকা-ভিত্তিক আর্কিটেকচার স্টুডিও পারা একটি শিল্পকর্ম প্রদর্শনীরআয়োজন করে; যেখানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি’র নাগরিক গবেষকদের (সিটিজেনরিসার্চারস) শিল্পকর্মগুলো প্রদর্শিত হয়। এ নাগরিক গবেষকরা বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে অবদান রাখা টাওয়ার হ্যামলেটসের জনগণের কীর্তি এবং ১৯৭১ সালে সংঘটিত হওয়াযুদ্ধের ঐতিহ্যের ধারাকে স্থানীয় কমিউনিটির মাঝে তুলে ধরেন।

ঢাকায় এ প্রদর্শনীর মাধ্যমে শিল্পকর্মগুলো বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরছে ব্রিটিশকাউন্সিল। গত ১৬ জুন রাজধানীর ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের অফিসে এপ্রদর্শনী শুরু হয়, যা চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত। এ প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।আগ্রহীরা সকাল ৯ টা থেকে ৫টা পর্যন্ত এ শিল্পকর্মগুলো দেখতে পারবেন।উদ্বোধনী দিনে রুহুল আবদীন কে নিয়ে একটি আর্টিস্ট টক’র এর আয়োজন করা হয়; যেখানেসিটিজেন ইউকে’র উদ্যোগে যৌথ প্রয়াসে আয়োজিত এ প্রদর্শনী নিয়ে আলোচনা করাহয়। ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি (লন্ডন) সিটিজেন ইউকে’র অংশ হিসেবে এ উদ্যোগেআর্কিটেকচার স্টুডিও পারা’র রুহুল আবদিন ও সাদিকুল ইসলাম শেহাব নাগরিক গবেষকদেরসংগৃহীত উপাদানগুলো নিয়ে কাজ করেছেন।

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের স্মরণে নতুন এ শিল্পকর্মগুলো লন্ডনের হোয়াইট চ্যাপেলেঅবস্থিত টাওয়ার হ্যামলেটসের আইডিয়া স্টোরে রাখা হয়েছে। এটি টাওয়ার হ্যামলেটসেরবাংলাদেশি কমিউনিটির মানুষের বৈচিত্ধসঢ়;র‌্যতাকে তুলে ধরে। নাগরিক গবেষকদের (সিটিজেনরিসার্চারস) দ্বারা সংগৃহীত উপকরণগুলো (লেখা, আলোকচিত্র, মানচিত্র, ছবি, সংবাদপত্রেপ্রকাশিত প্রতিবেদন প্রভৃতি) রাস্তায়, কমিউনিটি বুলেটিন বোর্ড, আউটডোর পাবলিকডিসপ্লে/ জাদুঘর/আর্কাইভ এর মাধ্যমে তুলে ধরা হয়েছে।শাড়ি ফেব্রিক (কাপড়) এর ওপর তুলে ধরা অক্ষরগুলোর মাধ্যমে বস্ত্র খাতের প্রতিফলন করা হয়েছে। এখাতটি (এটি এখনো বাংলাদেশের অনেক প্রসিদ্ধ একটি শিল্প এবং অনেক ইউকে ক্লথিংরিটেইলার’র কাছে পোশাক সরবরাহ করে থাকে) টাওয়ার হ্যামলেটসে বসবাসকারী অনেকবাঙালির কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। ১৯৭১ সালে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে

Top