বরিশালে জনশুমারি ও গৃহগণনা শুরু - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে জনশুমারি ও গৃহগণনা শুরু


খোকন হাওলাদার, বরিশাল:দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও জনশুমারি এবং গৃহগণনা শুরু হয়েছে।আজ বুধবার (১৫ জুন) বেলা ১২টায় নগরীর কালীবাড়ি রোডের সেরনিয়াবাতবাড়িতে মেয়র সাদিক আবদুল্লাহ ও তার পরিবারের তথ্য নিবন্ধনের মধ্যে দিয়েনগরীতে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়েরযুগ্ম পরিচালক সাইদুর রহমান মেয়রের তথ্য সমূহ ডিজিটাল মাধ্যমে নোট প্যাডেলিপিবদ্ধ করেন। এ সময় গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।এ সময় জনশুমারি এবং গৃহগননা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নগরবাসীরসহায়তা কামনা করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।অনুষ্ঠানে বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. সাইদুর রহমানবলেন, ৩৫টি প্রশ্নের মাধ্যমে এই জনশুমারী কার্যক্রম অনুষ্ঠিত হবে।

১ থেকে ১৫পর্যন্ত প্রশ্ন থাকবে খানামডিউল এবং ১৬ থেকে ৩৫ পর্যন্ত থাকবে জনতাত্বিকপ্রশ্ন। নির্ধারিত সময়ে তথ্য দিয়ে সহায়তা করার জন্য নাগরিকদের প্রতিআহবান জানান যুগ্ম পরিচালক মো. সাইদুর রহমান।

Top