বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমান মাদক আটক - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে বিপুল পরিমান মাদক আটক


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থল বন্দরে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক তল্লাশী করে বিপুল পরিমানে ফেন্সিডিল, গাজা ও আমদানি নিষিদ্ধ পণ্য আটক করেছে পুলিশ। তবে ঘটনার সাথে জড়িত কেউ আটক হয়নি।বুধবার রাত ১১ টায় বন্দরের বাইপাস সড়ক থেকে বেনাপোল থানা পুলিশ এ মাদকদ্রব্য আটক করে।নাভারণ সার্কেলের সহকারি পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, আমাদের কাছে গোপন খবর আসে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বৈধ পথে বিপুল পরিমানে মাদক দ্রব বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। পরে অভিযান চালিয়ে বন্দরের বাইপাস সড়ক থেকে ডব্লিউ বি- ৭৬ এ – ৫১৭৫ নাম্বার ট্রাকে অভিযান চালিয়ে ৭৪৯ বোতল ফেন্সিডিল, ১৮৬ কেজি গাজা ও আমদানি নিষিদ্ধ মেডিসিন,কসমেটিক ও বাজি পাওয়া যায়।

এর আগে পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় ট্রাক চালকসহ অনান্য পাচারকারীরা।এদিকে স্থানীয়রা জানান, বন্দরে সিসি ক্যামেরা আর বিভিন্ন সংস্থ্যার নজরদারী এড়িয়ে বৈধ পথে ভারতীয় ট্রাক যোগে প্রাইয় ঢুকছে মাদকের বড় বড় চালান। তবে ঘটনার সাথে জড়িতরা বরাবর ধরা ছোওয়ার বাইরে থাকায় কোন ভাবে মাদক প্রবেশ বন্ধ হচ্ছেনা।

Top