ডিবি পুলিশের ভারতীয় গাঁজা সহ গ্রেপ্তার ২ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিবি পুলিশের ভারতীয় গাঁজা সহ গ্রেপ্তার ২


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোর জেলা ডিবিপুলিশের পৃথক দুটি অভিযানে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা সহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।রবিবার বেলা ১২ টার সময় এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে গাঁজা সহআসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা ডিবি পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, বেনাপোল শিকড়ী গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলেমো. আজহারুল ইসলাম (৫০) ও চৌগাছা বাদেখানপুর গ্রামের নুরইসলামের ছেলে মো. মিলন হোসেন (৩১)।

যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল ও চৌগাছায় পৃথক দুটি অভিযানে১কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ দুইজন আসামী গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারআসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞআদালতে পাঠানো হয়েছে।

Top