বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঢাবির 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


খোকন হাওলাদার, বরিশাল :ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ জুন) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর আগে গত ৩ জুন ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়।

এর পর ৪ জুন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১৭ জুন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এর কার্যক্রম শেষ হবে।বিশ্ববিদ্যলয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন জানান, সকলের সহযোগিতায় সুষ্ঠু সুন্দর ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Top