বেনাপোলে তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে ইমন নামে এক তরুনের মৃত্যু - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে ইমন নামে এক তরুনের মৃত্যু


মোঃ সাগর হোসেন ,বেনাপোল প্রতিনিধিঃবেনাপোলের পল্লীতে তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে মারা গেছে ইমন নামে এক তরুন। ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে আসিব বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার সময় ওই গ্রামের আব্দুল কাদের একটি চাউলের ড্রাম নিয়ে আসে আসিব বাবু নামে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে।ব্যারেলটি কেটে ছোট বানিয়ে চাউলের ড্রাম বানানোর উদ্দেশ্য। ওয়ার্কসপের কর্মচারী বালুন্ডা উত্তর পাড়ার নজরুলের ছেলে ইমন ড্রামটি কাটার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং সে মারাত্নক রক্তাক্ত যখম হয়। স্থানীয়রা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরিক্ষার পর মৃত্যু বলে ঘোষনা দেয়।ড্রামের মালিক কাদের জানায় সে বাগআঁচড়া বাজার থেকে ড্রামটি ক্রয় করেছিল। চাউল রাখার জন্য সে কেটে ছোট বানানোর জন্য ওয়ার্কসপে নিয়ে এসেছিল।

স্থানীয়রা বলেন দীর্ঘদিন ড্রামের মুখ বন্ধ থাকায় ভিতরে গ্যাস জমে বিস্ফোরিত হয়েছে। বিকট শব্দে ড্রামটি বিস্ফোরিত হলে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।এব্যাপারে বেনাপোল পোর্ট থানায় জানতে চাইলে কর্তব্যরত ডিউটি অফিসার আতিয়ার রহমান বলেন ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।

Top