মির্জাগঞ্জ আদালতে জালাল মোল্লার বিরুদ্ধেচাঁদাবাজি মামলা দায়ের,থানায় এফআইআর নিতে গরিমশি - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জ আদালতে জালাল মোল্লার বিরুদ্ধেচাঁদাবাজি মামলা দায়ের,থানায় এফআইআর নিতে গরিমশি


নজরুল ইসলাম আলীম:মির্জাগঞ্জ আদালত সূত্রে জানা যায় যে, বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের বড়রঘুনাথপুর গ্রামের জনৈক লুৎফর হাওলাদারের পুত্র মোঃ সাইফুল ইসলাম তুহিন মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের চৈতা সাকিনের মৃত প্রহল্লাদ শীলের পুত্র অরুণ চন্দ্র শীলের নিকট হইতে বিগত ইং২৬/০৫/২০১৩ তারিখে ১৩০৪ নং দলিল মূলে মালিক হইয়া চৈতা মৌজার এসএ ৩১৩ নং খতিয়ান হইতে ৪ শতাংশ ১৮১৫ নং দাগে দখল প্রাপ্ত হইয়া ৪৩৪ নং নতুন সৃজিত খতিয়ান খুলিয়া উত্তর ৪ শতাংশ ভূমিতে চার তলা ফাউন্ডেশন নিয়া লেনটিন পর্যন্ত বিল্ডিং এর কাজ করেন।অতঃপর পুনরায় তিনি গত ১২ ই এপ্রিল রোজ মঙ্গলবার সকাল ০৮ঃ০০ ঘটিকার সময় বিল্ডিংয়ের কাজ করিতে গেলে মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম চৈতা গ্রামের মোতাহার মোল্লার পুত্র মোঃ জালাল মোল্লা, মৃত্যুর রশিদ মোল্লার পুত্র মাসুদ মোল্লা , মৃত মুসলেম মোল্লার পুত্র রাজ্জাক মোল্লা, জলিলুর রহমান মোল্লার পুত্র নূর জামাল মোল্লা, পূর্ব চৈতা নিবসী মৃত আজিজ মৃধার পুত্র আঃ সালাম মৃধা উক্ত তফসিলভুক্ত সম্পত্তিতে বেআইনি জনতাবদ্ধে রামদা,লোহার রড, লোহার পাইপ সহকারে অনধিকার প্রবেশ করিয়া মোঃ সাইফুল ইসলাম তুহিন এর নিকট ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে বলেন এখানে বিল্ডিংয়ের করিতে হইলে ১ লক্ষ চাঁদা দিতে হবে। উক্ত দাবিকৃত চাঁদা টাকা দিতে অস্বীকার করিলে উক্ত আসামিরা সাইফুল ইসলাম তুহিনকে ঠেলা ধাক্কা দিয়ে মারধর করে। আসামি জালাল মোল্লা সাইফুল ইসলাম তুহিনের প্যান্টের ব্যাগ পকেট হইতে নগদ ১০ হাজার টাকা চাঁদা বাবদ জোরপূর্বক নিয়ে যায়। এ ব্যাপারে সাইফুল ইসলাম তুহিন গত ১৭ই এপ্রিল মোট ৫ জনকে বিবাদী করে মোকাম মির্জাগঞ্জ উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাংলাদেশ দন্ডবিধি আইনের১৪৭/৪৪৭/৩২৩/৩৮৫/৩৮৭/৫০৬(২)১০৯ ধারায় সি.আর-১০২/২০২২ মামলা দায়ের করিলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জাগঞ্জ থানাকে প্রাথমিক সত্যতা যাচাই বাছাই পূর্বক এফআইআরের আদেশ দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতের উক্ত আদর্শের গড়িমসি করে বলে মামলার বাদী জানান। তবে তবে এ বিষয়ে জানতে চাইলে মির্জাগঞ্জ থানার ওসি জানান,আমাদের তদন্ত অব্যাহত আছে,তদন্তের সত্যতা পেলে আমরা মামলাটি এজাহার হিসেবে গণ্য করিব।

Top