বরিশালে মহিলা দলের অভিষেক অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মহিলা দলের অভিষেক অনুষ্ঠিত


খোকন হাওলাদার, বরিশাল :বরিশাল জেলা (উত্তর) মহিলা দলের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মে) সকালে নগরীর সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।জেলা (উত্তর) মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসরিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক লিপি নাসরিনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর মহিলা দল সভাপতি ফারহানা তিথি ও সাধারন সম্পাদক পাপিয়া আজাদ।এ সময় উত্তর জেলা বিএনপির সদস্য গিয়াস উদ্দিন দিপেন, আসাদুজ্জামান মুক্তা, হিজলা উপজেলা বিএনপি সদস্য মনির দেওয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Top