বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩


খোকন হাওলাদার, বরিশাল :বরিশালে ট্রাক চাঁপায় ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে বিএনপি নেতাসহ দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন।নিহতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও মাদ্রাসা শিক্ষক আকতার হোসেন (৪৫) এবং নগরীর বাজার রোড এলাকার উত্তম সাহার ছেলে হাতেম আলী কলেজের ছাত্র সুদীপ্ত সাহা গোপাল (২৫), ব্যবসায়ী দিলীপ সাহার ছেলে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র অন্তু সাহা হৃদয় (২৪)।

এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, বিএনপি’র সমাবেশ শেষে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলযোগে নিজবাড়ী উজিরপুর ফেরার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাডেট কলেজ সংলগ্ল রেজিস্ট্রার অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক আকতার হোসেনকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। তিনি আরও জানান, নিহত বিএনপি নেতার লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতকটি ট্রাকটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছে।কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর ১২নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সংগ্ন সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে চালক গোপাল ঘটনাস্থলে এবং আরোহী অন্তু শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়। তিনি আরও জানান, নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Top