বরিশালে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক


হাফিজ মাহামুদ: বরিশাল নগরের কাজিপাড়া তেমাথা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মিনজার হোসেন নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ।শনিবার (১৪ মে) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।তিনি বলেন, বরিশাল নগরের কাজিপাড়া তেমাথায় দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। এ সময় মিনজার নামে এক মাদক বিক্রেতাকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

এনায়েত হোসেন আরো জানান, ঐ ইয়াবার চালান বরিশালে সাইফুল ইসলাম নামে এক মাদক বিক্রেতার কাছে নিয়ে আসছিল মিনজার। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম পালিয়ে যান। সাইফুলের বাড়ি বাকেরগঞ্জ উপজেলায় বলে জানান আটক মিনজার।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপ-পরিচালকের দায়িত্বে) পরিতোষ কুমার কুন্ডু বলেন, পলাতক মাদক বিক্রেতা সাইফুলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আটক মিনজারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Top