জহিরুল হোসাইন খান নাসিম বিএনএসডি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মনোনীত - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জহিরুল হোসাইন খান নাসিম বিএনএসডি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মনোনীত


বিএনএসডি ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন রাষ্ট্রপতি পদকে ভূষিত জহিরুল হোসাইন খান নাসিম। বিএনএসডি ফাউন্ডেশনের তথ্য ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বিএনএসডি ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মনোনীত হওয়ায় জহিরুল হোসাইন খান নাসিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনএসডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিক, ফাউন্ডেশনের সাবেক সেক্রেটারি ও বর্তমান ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম বাবু, বর্তমান সেক্রেটারি ও পরিচালক জাহাঙ্গীর আলম, পরিচালক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, পরিচালক মিরাজুল ইসলাম সুমন, পরিচালক ফিরোজ আহম্মেদ, সহকারী পরিচালক রাজিব উদ্দিন হাসান প্রমুখ। জহিরুল হোসাইন খান নাসিম ২০১৬ সালে রাষ্ট্রপতি আনসার সেবা পদকে ভূষিত হন।

উল্লেখ্য, সামাজিক-মানবিক উন্নয়নে কাজ করছে বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( বিএনএসডি ফাউন্ডেশন)। নগরীতে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল পরিচালনা, হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণকেন্দ্র পরিচালনা ও হাঁস-মুরগি পালনে প্রশিক্ষণ প্রদান, বেকার যুবকদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানসহ কল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। নগরীর কাশিপুরে বিএনএসডি ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এবং মাধবপাশা ইউনিয়নের মেঘিয়া জেলে পল্লীতে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল পরিচালনা করছে ফাউন্ডেশনটি। বিএনএসডি ফাউন্ডেশন পরিচালিত স্কুলসমূহতে শিক্ষার্থীদের সকল শিক্ষা উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রেণি কক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়মিত খাবার দেওয়া হয়। বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় এপর্যন্ত সাত শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে বিএনএসডি ফাউন্ডেশন। মাধবপাশা ইউনিয়নের লাফাদী গ্রামে ফাউন্ডেশনের জমিতে ফ্রি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করছে সংস্থাটি।

Top