চরমোনাইতে পানি উন্নয়ন বোর্ডের জমিতে সরকারি খাল ভরাট করে পাকা দালান উত্তলন,,,,,
আরিফ হোসেন:বরিশাল সদর উপজেলার ৫নং চরমোনাই ইউনিয়নে বিশ্বাসের হাট নামক স্থানে, পানি উন্নয়ন বোর্ডের জমিতে পাকা দালান উত্তলনের খবর পাওয়া গেছে, সরজমিনেে গিয়ে দেখাযায় বিশ্বাসের হাট পোল সংলগ্ন খাল ভরাট করে পাকা দলান উত্তলন করছেন মৃত্যু মালেক হাওলাদারের পুত্র মোঃবাচ্চু হাওলাদার, সুত্র থেকে জানাযায় চরমোনাই ৯২নং জেএল,এস এ ৪১৬৬/৪১৬৭ নং দাগের জমি দখল করে দোকান সহ পাকা দলান উত্তলনের কাজ চলমান, গত ১০-০৪-২০২২ইং তারিখে ৯৯৯ ফোনের মাধ্যমে কোতোয়ালি মডেল থানার এস আই মোঃ হুমায়ুন খবর পেয়ে ঘটনা স্থানে এসে কাজ করতে নিষেধ করেন বলে জানাজায়।
নিষেধের পরে কিভাবে কাজ করতেছে জানতে চাইলে তিনি বলেন ভাই উক্ত জমির রেকর্ড তাদের নামে রয়েছে বলে তারা মৌখিক ভাবে আমাকে জানায়, আমি জমির দলিল রেকর্ড দেখতে চাইলে মোঃ জুয়েল নামের তার এক ভাই আমাকে রেকর্ডেের একটি কপি দেখাইছে, সরকারি খাল তাদের নামে রেকর্ড কিভাবে হইছে জানতে চাইলে, তিনি বলেন ভাই কিছু জমি সরকারি কিছু জমি তাদের নামে রয়েছে মনেহয়, তবে সারবেয়ার ছাড়া বলাজাবেনা, উক্ত বিষয় চরমোনাই ইউনিয়নের তহসিলদারের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি তাদেরকে দালানের কাজ করতে নিষেধ করছি, এবং কালকে অফিসে যাওয়ার পথে কাজ বন্ধ করে দিবো, সরকারি জমি না মালিকানা জমি জানতে চাইলে তিনি বলেন সরকারি পানি উন্নয়ন বোর্ডের জমি মনেহয়, মোঃ বাচ্চু হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন জমি পানি উন্নয়ন বোর্ডের আমি লিজ আনছি, লিজের কাগজ দেখতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন, উক্ত বিষয় উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে তিন বিষয়টিকে তদন্ত স্বপক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানায়।