বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র প্রশিক্ষণ কর্মশালা - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র প্রশিক্ষণ কর্মশালা


খোকন হাওলাদার, বরিশাল :বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘ফলাফল ভিত্তিক শিক্ষা কারিকুলাম ট্যাম্পলেট’ বিষয়ের ওপর এই কর্মশালার আয়োজন করা হয়।বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্সপারসন ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক ও সিএসই বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান।

ববির আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন অনুষ্ঠান পরিচালনা করেন।দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের ৪২ জন সিনিয়র শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করছেন। বুধবার দুই দিনব্যাপী কর্মশালা সমাপ্ত হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে।

Top