বরিশালে ইউপি সদস্যর ঘর থেকে ২০ বস্তা চাল উদ্ধার - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ইউপি সদস্যর ঘর থেকে ২০ বস্তা চাল উদ্ধার


খোকন হাওলাদার, বরিশাল :জেলেদের জন্য সরকারীভাবে বরাদ্দকৃত চাল বিতরণ না করে আত্মসাতের জন্য নিজের বসত ঘরে মজুদ করে রেখেছিলো ইউপি সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ওই ইউপি সদস্যর বসত ঘর থেকে ২০ বস্তা চাল উদ্ধার করেছে।শুক্রবার (০১লা এপ্রিল) সকালে জেলার মুলাদী উপজেলা নির্বাহী অফিসার নুর মোহাম্মদ হোসাইনী তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তা ও থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুর্বত গোস্বামী বলেন, উপজেলার চরকালেখান ইউনিয়ন পরিষদে গত দুই দিন ধরে জেলেদের মাঝে সরকারী প্রণোদনার চাল বিতরণ করা হয়। তালিকাভুক্ত অনেক জেলে চাল না পেলেও ইউনিয়ন পরিষদের গুদামের চাল শেষ হয় যায়। এছাড়া কয়েকজন জেলে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদ বেপারীর বাড়িতে সরকারী চাল নিতে দেখেন। পরবর্তীতে জেলেদের তথ্যের ভিত্তিতে থানা পুলিশ নিয়ে ওই ইউপি সদস্যর বসত ঘরের পিছনের বারান্দা থেকে সেলাই করা ১৩ বস্তা এবং সেলাইবিহীন ৭ বস্তা চাল উদ্ধার করা হয়। ইউপি সদস্য রাশেদ বেপারী কায়েতমারা গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।

তিনি আরও বলেন, চালগুলা তালিকাভুক্ত জেলেদের মাঝে বিতরণ না করে আত্মসাতের জন্য ইউপি সদস্য তার ঘরে লুকিয়ে রেখেছিলো। পরে চালগুলো জব্দ করে ট্যাগ অফিসারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।অভিযুক্ত ইউপি সদস্য রাশেদ বেপারী বলেন, কার্ডধারী জেলেদের মাঝে চালগুলো বিতরণের জন্য আমার ঘরে এনে রেখেছিলাম। মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Top